মোরে দেখি’ রাজা কি রহিবে নৃপাসনে ?বিহ্বল করিয়া যে পাড়িমু সেইখানে? ৷৷
অনন্ত ব্রহ্মাণ্ডপতি সর্বেশ্বরেশ্বর আমাকে দেখিয়া রাজা কখনই রাজাসনে বসিয়া থাকিতে পারিবে না। আমি তাহাকে নিশ্চয়ই মোহিত ও বশীভূত করিয়া ফেলিব।