যদি বা এমত নহে,—স্বতন্ত্র হইয়া।
ধরিবারে বলে, তবে মুঞি চাঙ ইহা॥
যদি ইহার অন্যথা ঘটে অর্থাৎ যদি অন্তর্যামি-পরমাত্মরূপী আমার স্বতন্ত্র ইচ্ছার বা প্রেরণার বিরুদ্ধে রাজা পূর্বোক্তরূপ অন্তর্যামি-নির্দেশের অনুগত না হইয়া স্বয়ং স্বতন্ত্র ইচ্ছাবশতঃ তোমাদিগকে ধরিয়া লইবার জন্য আদেশ প্রদান করে, তাহা হইলে আমি এই নিম্নলিখিতরূপ ইচ্ছা করিব।