তোমার মায়ায় কার্ নাহি হয় ভঙ্গ?
কমলা না জানে—যাঁর সনে একসঙ্গ॥
মায়ায়,—(তটস্থ শক্তি-প্রকটিত জীবের পক্ষে) অচিচ্ছক্তি বহিরঙ্গা-মায়ায়; আর (স্বরূপশক্তি-প্রকটিত নিত্য-সিদ্ধ লীলা পরিকরের পক্ষে) চিচ্ছক্তি অন্তরঙ্গা যোগমায়ায়।
ভঙ্গ, —পরাজয়, পরাভব॥
একসঙ্গ,—একত্র বা একসঙ্গে বাস।