ঐশ্বর্যরসে দাস্যভাবে প্রভুকে নানাবতার ও ভক্তবৎসলরূপে
স্তব ও দৈন্যোক্তিমুখে স্ব-সৌভাগ্য-বর্ণন—
“তুমি বিষ্ণু, তুমি কৃষ্ণ, তুমি যজ্ঞেশ্বর।তোমার চরণোদক—গঙ্গা তীর্থবর॥