গোপরাজতনয় কৃষ্ণের রূপ-বর্ণন ও তৎপ্রণাম—
তথা হি (ভাঃ ১০।১৪।১)
“নৌমীড্য তেহভ্রবপুষে তড়িদম্বরায়
গুঞ্জাবতংসপরিপিচ্ছলসম্মুখায়।
বন্যস্রজে কবলবেত্রবিষাণবেণু-
লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়॥’’
অনুবাদ। হে নিত্যপূজ্য বিভো! নবমেঘের ন্যায় তোমার শ্যাম তনু, বিদ্যুদ্দামের ন্যায় তোমার পীত বসন, গুঞ্জা-নির্মিত কর্ণভূষণদ্বয় ও ময়ূরপুচ্ছ-রচিত-চুড়ায় তোমার মুখমণ্ডল শোভমান, তোমার গলদেশে বনমালা, দধিসিক্তঅন্ন-গ্রাস, বেত্র, বিষাণ ও বেণু,—এইসকল অপ্রাকৃত-লক্ষণেই তোমার বিশেষ শোভা, তোমার পদদ্বয় অতি-কোমল; তুমি——গোপরাজ শ্রীনন্দের। তনয়, তোমাকে প্রণাম করি।