দেখিয়া গর্জয়ে প্রভু করে হুহুঙ্কার।“মুঞি সেই, মুঞি সেই’’ বলে বারে-বার॥
থাক,—একটু “তিষ্ঠ’, ‘থাম’, ‘সবুর’, বা অপেক্ষা কর।
পাক, —পেঁচ, চক্র, ফন্দি, কৌশল, মৎলব, অভিসন্ধি।
মুঞি সেই—আমিই সেই স্বয়ং গোপরাজ-নন্দ-নন্দন।