তচ্ছ্রবণে বিশ্বাসপ্রবণ সরলমতি শ্রীবাসের আশঙ্কা —
শ্রীবাসপণ্ডিত—বড় পরম উদার॥
যেই কথা শুনে, সে-ই প্রত্যয় তাঁহার॥
শ্রীবাস-পণ্ডিত বড়ই সরল ও উদারপ্রকৃতি ভক্ত ছিলেন বলিয়া যে যাহাই তাঁহার নিকট বলিত, তিনি তাহাই বিশ্বাস করিতেন; বিশেষতঃ হিন্দুধর্মবিরোধী রাজার রাজ্যে সকলই সম্ভব হইতে পারে বলিয়া তাঁহার আশঙ্কা হইয়াছিল।