“যে করিবে কৃষ্ণচন্দ্র, সেই ‘সত্য’ হয়॥
সে প্রভু থাকিতে কোন্ অধমে ভয়?’’
যখন সাক্ষাৎ প্রভু কৃষ্ণচন্দ্র স্বয়ং রক্ষকরূপে বর্তমান, তখন বিঘ্নকারী প্রাকৃত কোন-বস্তু হইতেই আর আমাদের কোনরূপ ভয় নাই।
(ভাঃ ১০|২।৩৩ শ্লোকে ভগবান্ শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মাদি দেবগণের স্তুতি—) “তথা ন তে মাধব তাবকাঃ ক্বচিদ্ভ্রশ্যন্তি মার্গাৎ ত্বয়ি বন্ধসৌহৃদাঃ। ত্বয়াভিগুপ্তা বিচরন্তি নির্ভয়া বিনায়কানীকপমূর্ধসু প্রভো ৷