তচ্ছ্রবণে প্রভুর প্রেমাবেশ ও যুগপৎ সমস্ত
সাত্ত্বিক-ভাব-প্রাকট্য—
পুণ্যবন্ত মুকুন্দের হেন দিব্য ধ্বনি।শুনিলেই আবিষ্ট হয়েন দ্বিজমণি॥