মনে ভাবে আই,—“এ পুরুষ নর নহে।
মনুষ্যের নয়নে কি এত ধারা বহে! ৷৷
সম্ভ্রম—সম্ —ভ্রম্ (ভ্রমণ করা) + অ (ভাবে অল্); এ-স্থলে, ভয় বা ভক্তি-বশতঃ ব্যস্ততার সহিত॥২০৫॥ এস্থলে, প্রভুর প্রতি শচী-মাতার দেবকীর ন্যায় ঐশ্বর্যমিশ্র বাৎসল্য-রস প্রকাশিত॥২১২॥
নর, মর্ত্য, মানুষ বা মানব; এ.....নহে,—এই বিশ্বম্ভর নিশ্চয়ই কোন অতিমর্ত্য অলৌকিক পুরুষ।