দেবকীর ন্যায় শচীর প্রভুপ্রতি ঐশ্বর্যমিশ্র বাৎসল্য ও
ভয়মিশ্র-বিস্ময় —
অদ্ভুত প্রভুর প্রেমযোগ দেখি’ আই।পুত্র-হেন জ্ঞান আর মনে কিছু নাই॥