প্রভুর কৃষ্ণপ্রেমার্তি-দর্শনে গদাধর নির্বাক—
সে আর্তি দেখিতে সর্ব-হৃদয় বিদরে।
কি বোল বলিবে,—হেন বচন না স্ফুরে॥
কি বোল...স্ফুরে,—সমাগত সকলেই কি বলিয়া যে কৃষ্ণবিরহার্ত প্রভুকে প্রবোধ বা সান্ত্বনা প্রদান করিবে, তাহা বুঝিতে বা স্থির করিতে না পারায় তাহাদের বাক্যস্ফুর্তি হইত নাG