স্বতন্ত্র কৃষ্ণের দুর্বোধ্য ও দুজ্ঞেয় নিগূঢ়-লীলা- রহস্য
কৃষ্ণের রহস্য কিছু না পারি বুঝিতে।
কোন রূপে প্রকাশ বা করেন কাহাতে?॥
কৃষ্ণের ...কাহাতে,(চৈঃ চঃ আদি ৩য় পঃ ৮৭ সংখ্যা—) “আপনা লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে। তথাপি তাঁহার ভক্ত জানয়ে তাঁহারে॥’’ ঐ অন্ত্য, ৬ষ্ঠ পঃ ১২৪ সংখ্যা—) “ভক্ত চিত্তে ভক্ত-গৃহে সদা অবস্থান। কভু গুপ্ত, কভু ব্যক্ত, স্বতন্ত্র ভগবান্।