প্রভুর শ্রীমুখে সর্বক্ষণ একমাত্র কৃষ্ণকথা—
প্রভুর শ্রীমুখে সর্বক্ষণ একমাত্র কৃষ্ণকথা—
‘কোথা কৃষ্ণ! কোথা কৃষ্ণ’ মাত্র প্রভু বলে।
আর কেহ কথা নাহি পায় জিজ্ঞাসিলে॥
আর জিজ্ঞাসিলে,—কৃষ্ণ বিরহব্যাকুল প্রভুর নিকট কেহ ‘কৃষ’ ব্যতীত অন্য কথা জিজ্ঞাসা করিলে তদুত্তরে প্রভুর নিকট হইতে কেহই কৃষ্ণকথা ব্যতীত আর কোন কথা বা উত্তর শুনিতে পাইত না।