Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 197

Language: বাংলা
Language: English Translation
  • কৃষ্ণপ্রেমানন্দাবিষ্ট প্রভুর আচরণ দ্বারা সম্ভোগমূলক

    গৌরনাগরী-বাদ নিরাস—

    গৃহে আইলেও নাহি ব্যাভার-প্রস্তাব।
    নিরন্তর আনন্দ-আবেশ-আবির্ভাব॥

    ব্যাভার-প্রস্তাব,—গৃহমেধীয় বা গৃহস্থোচিত সাংসারিক ব্যবহার-প্রসঙ্গ।

    কৃষ্ণবিরহোন্মত্ত বিপ্রলম্ভবিগ্রহ শ্ৰীমন্মহাপ্রভু নিজ-গৃহে আসিয়াও সাংসারিক- ব্যবহারানুষ্ঠান-প্রসঙ্গে কোন প্রকার কৃষ্ণেতর ভোগময় কর্মের আবাহন করিতেন না; গৌরগৃহে কৃষ্ণবিরহপ্রেম যেন মূর্তি প্রকট বা পরিগ্রহ করিয়া সর্বক্ষণ বিরাজিত ছিলেন। অবৈধ গৃহব্রত বা গৃহমেধী নবীন গৌরনাগরী-মতবাদিগণ অশাস্ত্রীয় ও তত্ত্ববিরুদ্ধভাবে নিজেদের উর্বর- মস্তিষ্কে প্রেমভক্তিস্বরূপিণী ঐশ্বর্যরসপ্রধানা স্বকীয়া কান্তা মহালক্ষ্মী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর সহিত শ্রীগৌরসুন্দরের যে-সকল সম্ভোগ-লীলা কল্পনা বা রচনা করেন, তাহা এই পদ্যে শ্রীব্যাসাবতার ঠাকুর শ্রীমদ্ বৃন্দাবন-দাস অতি নির্মল ও সুস্পষ্ট ভাষায় সম্পূর্ণরূপে নিরাস করিয়াছেন।

Page execution time: 0.0405609607697 sec