Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 186

Language: বাংলা
Language: English Translation
  • প্রভু-কৃপা ব্যতীত সকলেরই গোপীভাবচিত্ত প্রভুর

    বাক্য বুঝিতে অসামর্থ্য —

    কিরূপে কহেন কথা শ্রীগৌরসুন্দরে।
    তান কৃপা বিনা তাহা কে বুঝিতে পারে ?

    প্রভুর অলৌকিক বাক্যাদি তাঁহার কোন্‌- দশায় কোন্‌ভাবাবেশে কোন্ কোন্ উদ্বুদ্ধ-স্বরূপ ব্যক্তির জন্য কথিত হইতেছে, তাঁহার কৃপা-বলে ব্যতীত কাহারও তাহা বুঝিবার সামর্থ্য নাই। যাহারা কপটতা করিয়া লব্ধপ্রেমাভিমানে গৌরসুন্দরের প্রেম চেষ্টার অনুকরণ করে, তাহারা নরকের দিকে অতি দ্রুতবেগে নির্বিবাদে গমন করে। প্রাকৃতসাহজিকগণ অপ্রাকৃত-বিপ্রলম্ভবিগ্রহ গৌরচরিত্র না বুঝিয়া যখন হরিসেবা পরিত্যাগপূর্বক আত্ম ও পরবঞ্চনার কু-অভিপ্রায়ে কনক-কামিনী-প্রতিষ্ঠা-সংগ্রহের জন্য আত্মবিনাশিনী চেষ্টায় প্রবৃত্ত হয়, অর্থাৎ গৌরকৃষ্ণভজনপর সদ্‌গুরুর শ্রীচরণ আশ্রয় না করিয়া যখন কৃষ্ণভক্তিহীন জড়েন্দ্রিয়তৰ্পণপর অন্যাভিলাষী, কর্মী, বা জ্ঞানীর জঘন্য চরণকে গুরুপাদপদ্ম জ্ঞানে বরণ করে, তখন তাহাদের প্রতি শ্রীগৌরসুন্দরের কোন কৃপা হয় নাই, জানিতে হইবে; পক্ষান্তরে তাহারা গৌরভোগী হইয়া নিজ-কৃত অপরাধের ফলে ভয়ানক অমঙ্গল লাভ করে।

Page execution time: 0.0412709712982 sec