Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 179

Language: বাংলা
Language: English Translation
  • গোপীভাব-বিভাবিত প্ৰভুকর্তৃক কানাঞি নাটশালায় কৃষ্ণ-দর্শনাখ্যান-জ্ঞাপন-মুখে কৃষ্ণরূপ-বর্ণন—

    “কানাঞির নাটশালানামে এক গ্রাম।
    গয়া হৈতে আসিতে দেখিনু সেই স্থান॥

    কানাঞির নাটশালা,-‘কান্‌হাইয়ার স্থান’-নামেই স্থানীয় লোকের নিকট পরিচিত। কলিকাতা-হাওড়া-কাটোয়া-অজিমগঞ্জ বারহাওড়া লাইনে ‘তালঝরি’-শনে নামিয়া মাঠের কাঁচা-রাস্তায় প্রায় দুই মাইল পূর্বোত্তরাদিকে অথবা পাকারাস্তায় ষ্টেশনের পূর্বদিক্‌স্থিত মঙ্গলহাট-গ্রাম হইতে প্রায় দুই মাইল উত্তরে ‘কানাইর নাটশালা’ অবস্থিত। এই ‘কানাইয়ার স্থান’টির চতুর্দিকেই বনজঙ্গল, একটি ছোট পাহাড়ের উপর একটি বড় মন্দিরের ভিতর শ্রীমতী রাধিকা ও শ্রীকান্‌হাইয়ালাল-জি এবং বহু শালগ্রাম শিলা প্রাচীনকাল হইতে পূজিত হইতেছেন। তাহার পার্শ্বেই আর একটি প্রস্তর-মঞ্চের (মন্দিরের ?) উপর শ্রীচৈতন্যমহাপ্রভুর কৃষ্ণপ্রস্তর-নির্মিত দুই জোড়া শ্রীচরণ চিহ্ন বহুকাল হইতে স্থাপিত আছে বলিয়া প্রবাদ; ‘তাহা অধুনা জনৈক বিরক্ত-পূজারী অর্চন করেন। এই উভয়-মন্দিরের মধ্যবর্তিস্থানেই ৪৪৩ গৌরাব্দে প্রাচীন-নবদ্বীপ শ্রীধাম মায়াপুরস্থিত শ্রীচৈতন্যমঠের সেবকগণের সেবাগ্রহ-ফলে একটি গৌরপাদপীঠ-মন্দির নির্মিত হইয়াছে। এই স্থান হইতে একমাইল পূর্বদিকে গঙ্গা প্রবহমান এবং একমাইল দুরে লোকের বসতি।

Page execution time: 0.0471332073212 sec