প্রভুর নিকট গুপ্তকথা-শ্রবণার্থ তাঁহাদের উপবেশন—
সবার সন্তোষ হৈল রহস্য শুনিতে।শ্রদ্ধা করি’ সবে বসিলেন চারিভিতে॥
রহস্য,—গোপনীয় বা অপ্রকাশ্য কথা বা ঘটনা।