প্রভু বলে,—“মোর সে দুঃখের অন্ত নাই।পাইয়াও হারাইনু জীবন-কানাই॥’’
জীবন কানাই,—প্রাণস্বরূপ কানু (নন্দনন্দন)।