কৃষ্ণবিরহে কৃষ্ণানুসন্ধান ও কৃষ্ণলাভার্থ অত্যুৎকণ্ঠা—
“কোথা গেলে পাইমু সে মুরলীবদন!’’
বলিতে ছাড়য়ে শ্বাস, করয়ে ক্রন্দন॥
(চৈঃ চঃ মধ্য ২য় পঃ ১৫—) “কাহাঁ মোর প্রাণনাথ মুরলীবদন। ক্যা করোঁ, কাহাঁ পাঙ ব্রজেন্দ্রনন্দন॥’’ (ঐ অন্ত্য ১২পঃ ৫—) “হা হা কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্রনন্দন। কাহাঁ যাঙ কাহাঁ পাঙ মুরলীবদন॥’ (ঐ অন্ত্য ১৫পঃ ২৪) “ক্যা করো, কাহাঁ যাঙ, কাহাঁ গেলে কৃষ্ণ পাঙ, দুঁহে মোরে কহ সে উপায়॥’’ (ঐ অন্ত্য ১৭পঃ ৫৩—) “ক্যা করোঁ, কাহাঁ যাঙ, কাহাঁ গেলে কৃষ্ণ পাঙ, কৃষ্ণ বিনা প্রাণ মোর যায় ।’