কৃষ্ণবিরহার্ত-গোপীভাব বিভাবিত প্রভুর খেদ—
তথাহি (শ্রীকৃষ্ণকৰ্ণামৃতে ৪১)—
অমুন্যধন্যানি দিনান্তরাণি
হরে ত্বদালোকনমন্তরেণ।
অনাথবন্ধো করুণৈকসিন্ধো।
হা হন্ত হা হন্ত কথং নয়ামি॥
অনুবাদ। “ওগো গোপীজনের চিত-চোরা, ওগো অবলার বান্ধব, ওগো দয়ার সাগর শ্যাম, হায় হায়, তোমায় না দেখে এই বিশ্রী দিনগুলো আমি কি কোরে কাটাই? বল॥’’১৭৪||
তথ্য। (চৈঃ চঃ মধ্য ২য় পঃ ৫৯ সংখ্যায় প্রভুর কৃষ্ণবিরহবর্ণনপ্রসঙ্গে—) “তোমার দর্শন বিনে, অধন্য এ রাত্রিদিনে, এই কাল না যায় কাটান। তুমি অনাথের বন্ধু, অপার করুণা-সিন্ধু, কৃপা করি’ দেহ দরশন।