হুঙ্কার শুনিতে দুই শ্রবণ বিদরে।
তান অনুগ্রহে তান ভক্তগণ তরে’॥
ভগবানের কৃষ্ণপ্রেমোচ্ছ্বাসময় হুঙ্কার-শব্দ শুনিয়া ভগবদ্বিমুখ শ্রোতৃবর্গের কর্ণপটহদ্বয় বিদীর্ণ হইবার উপক্রম হইত; কিন্তু তচ্ছ্রবণ-ফলে ভক্তগণ তাঁহার কৃপা প্রাপ্ত হইয়া কৃষ্ণেতর বিষয়-ভোগ হইতে নিষ্কৃতি লাভ করিতেন অর্থাৎ উত্তরোত্তর অধিকতর। ভগবৎসেবোন্মুখ হইতেন।