প্রভুর প্রেমাবেশাবস্থা-বর্ণনে একমাত্র ‘শেষ’ই সমর্থ—
যখন প্রভুর হয় আনন্দ-আবেশ।কে কহিবে তাহা, সবে পারে প্রভু ‘শেষ’ ॥
প্রভু ‘শেষ’,—ভগবান্ সহস্রবদন অনন্তদেব।