পরমসত্যবস্তুর লীলায় অশ্রদ্দধান জনের নিশ্চয়
পতন-সম্ভাবনা—
এ-সব কথায় যার নাহিক প্রতীত।
সদ্য অধঃপাত তার জানিহ নিশ্চিত॥
শ্রীঅদ্বৈতপ্রভুর তত্ত্বনিরূপণ—সাধারণ পণ্ডিতাভিমানিজীবগণের পক্ষে অতিদুরূহ ব্যাপার। শ্রীল অদ্বৈত প্রভু কারণার্ণবশায়ি মহাবিষ্ণুর উপাদান -কারণাংশ। ইনি শ্ৰীমান্মহাপ্রভুকে নিজ-আকর সেব্যবস্তুরূপে প্রপঞ্চে উদয় করাইয়া সকলের ,গোচরীভূত ও সহজপ্রাপ্য করাইয়াছিলেন। উপাদান -কারণাংশই নিমিত্ত ও উপাদান কারণদ্বয়-মিলিত সর্বকারণকারণ পরমেশ্বর শ্রীব্রজেন্দ্র- নন্দনকে প্রপঞ্চে অবতরণ করাইতে সমর্থ। সেই সাক্ষাৎ শ্রীহরির সহিত অভিন্ন শ্রীল অদ্বৈতাচার্যের কৃপা-বলেই হরিবিমুখ জীবগণও মহাবদান্য কৃষ্ণপ্রেমদাতা শ্রীচৈতন্যদেবের সন্ধান লাভ করিবার সুযোগ পাইয়াছে। গৌরকৃষ্ণবিমুখ জীবকূলের প্রতি শ্রীঅদ্বৈতাচার্যের অহৈতুকী দয়াই তাহাদের অনাদি-দুঃখনিবৃত্তির উপাদান- কারণ। যদি কোন ভাগ্যহীন জীব এই সকল মহাসত্য তত্ত্বকথায় প্রবেশ করিতে না পারিয়া শ্রদ্ধাহী হন, তাহা হইলে তিনি তৎক্ষণাৎ অধোগত অর্থাৎ সুকৃতি হইতে বঞ্চিত হইবেন।