পূর্বেই আত্মসঙ্গোপনকারী ছন্ন-প্রভুকে অদ্বৈতের ঈশ্বর-জ্ঞানে প্রকাশ্যে প্রকটন—
মনে বলে অদ্বৈত,—‘‘কি কর ভারিভুরি।
চোরের উপরে আগে করিয়াছি চুরি॥’’
ভারিভূরি,-ভারি—খুব, অত্যন্ত, প্রচুর; ভুরি—সম্ভ্রম; অতএব ভারিভূরি, চাতুরী, চালাকি, বা চতুরালি, ওস্তাদি, বাহাদুরি,কের্দানি সেয়ান্তুমি, মুরুব্বি-আনা।
শ্রীঅদ্বৈতপ্রভু মনে মনে বলিতেছেন,—‘তুমি চতুর্দশভুবনপতি হইয়াও যেরূপ আমার প্রতিষ্ঠা বর্ধনপূর্বক কেবল আত্ম গোপনরূপ চুরি করিতেছ, আমিও তদ্রপ তোমার অন্তর্দশায় তোমাকে সেবা করিয়া তোমার সুগুপ্ত নিগূঢ় সেব্য-ভাবের সদ্ব্যবহার করিয়াছি। আমার নিকট তোমার স্বরূপটি প্রকাশিত হইয়া পড়িয়াছে অর্থাৎ আমি তোমাকে ব্রজেন্দ্রনন্দন জানিয়া তোমার প্রচ্ছন্ন-অবতারিত্ব বুঝিয়া ফেলিয়া সকল-লোকের নিকট তাহা প্রকাশ করিয়া দিয়াছি।