চিত্তে বড় বিস্মিত হইলা গদাধর।
“হেন বুঝি অবতীর্ণ হইলা ঈশ্বর॥’’
যাঁহারা—ভগবান্ গৌর-কৃষ্ণের নিত্যপার্ষদ, তাঁহারাই প্রভুর অলৌকিক প্রেমবিকার-দর্শনে শ্রীকৃষ্ণের শ্রীগৌরলীলা বুঝিতে পারেন। কিন্তু শ্রীল অদ্বৈতপ্রভুর আত্মবঞ্চক ও আত্মবঞ্চিত অনুকরণকারী প্রাকৃত-সহজিক-সম্প্রদায় তাঁহার এই সকল চিদুপলব্ধিমূলক ভগবল্লীলা-কথা পাঠ বা শ্রবণ করিয়া কাপট্যভরে নানাপ্রকার উচ্ছৃঙ্খলতা প্রদর্শনপূর্বক শ্রীচৈতন্যলীলার পারতম্য বুঝিতে না পারিয়া নরকের পথ অনুসন্ধান করে। বঞ্চিতগণও তাহাদের স্বার্থপোষক বঞ্চকগণকে নবগৌরাঙ্গ সাজাইয়া নিজেদের সর্বনাশ আনয়ন করে।