Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 142

Language: বাংলা
Language: English Translation
  • চিত্তে বড় বিস্মিত হইলা গদাধর।
    “হেন বুঝি অবতীর্ণ হইলা ঈশ্বর॥’’

    যাঁহারা—ভগবান্ গৌর-কৃষ্ণের নিত্যপার্ষদ, তাঁহারাই প্রভুর অলৌকিক প্রেমবিকার-দর্শনে শ্রীকৃষ্ণের শ্রীগৌরলীলা বুঝিতে পারেন। কিন্তু শ্রীল অদ্বৈতপ্রভুর আত্মবঞ্চক ও আত্মবঞ্চিত অনুকরণকারী প্রাকৃত-সহজিক-সম্প্রদায় তাঁহার এই সকল চিদুপলব্ধিমূলক ভগবল্লীলা-কথা পাঠ বা শ্রবণ করিয়া কাপট্যভরে নানাপ্রকার  উচ্ছৃঙ্খলতা প্রদর্শনপূর্বক শ্রীচৈতন্যলীলার পারতম্য বুঝিতে না পারিয়া নরকের পথ অনুসন্ধান করে। বঞ্চিতগণও তাহাদের স্বার্থপোষক বঞ্চকগণকে নবগৌরাঙ্গ সাজাইয়া নিজেদের সর্বনাশ আনয়ন করে।

Page execution time: 0.0379889011383 sec