পাখালিলা দুই পদ নয়নের জলে।যোড়হস্ত করি’ দাণ্ডাইলা পদতলে॥
পাখালিলা, —(সংস্কৃত প্র +ক্ষল্-ধাতু-নিস্পন্ন ‘প্রক্ষালন’ হইতে পাখালন, আর হিন্দী পাখা না’ হইতে), ধৌত বা প্রক্ষালন করিলেন।