অদ্বৈতের ঠাঞি তোর না লাগে চোরাই!
চোরের উপরে চুরি করিব এথাই!”৷৷
চোরাই,—(চৌর্যবৃত্তি); চোরের ..এথাই,— (অদ্বৈতপ্রভু ভাবিতেছেন ও মনে মনে বলিতেছেন,) ‘আমার প্রভু বিশ্বম্ভর প্রচ্ছন্নাবতারি-রূপে আত্মগোপন-পূর্বক যেমন বঞ্চন করিতেছেন, আমিও তদ্রূপ তাঁহার এই বর্তমান অন্তর্দশায় অবস্থানের সুযোগ গ্রহণপূর্বক তাঁহার অজ্ঞাতসারে তাঁহার উপর বাটপাড়ি, ডাকাতি বা লুণ্ঠন (এস্থলে, প্রকাশ্যে পূজা করিয়া তাঁহার ভগবৎপারতম্য প্রকাশ) করিব।