তথাপিহ অন্তর-দুঃখিতা শচী হয়।‘বাহিরায় পুত্র পাছে’ এই মনে ভয়॥
বাহিরায়—,বাহির হয় (এস্থলে) গৃহ বা সংসার হইতে বহির্গত হইয়া চলিয়া যায় বা গৃহস্থাশ্রম ত্যাগ করিয়া সন্ন্যাস বা প্রব্রজ্যা গ্রহণ করে।