শ্রীবাস -কর্তৃক প্রভুর মহাপ্রেম প্রশংসা ও
নিজেচ্ছা-জ্ঞাপন—
শ্রীবাস বলেন,—“যে তোমার ভক্তিযোগ।ব্রহ্মা-শিব-সনকাদি বাঞ্ছয়ে এ-ভোগ॥
ভোগ,—এইরূপ কৃষ্ণপ্রেমোন্মাদ-রোগ ভোগ, কৃষ্ণবিরহপ্রেমজ্বালা।