‘বিষ্ণু বিষ্ণু’ স্মরণ করয়ে বিশ্বম্ভর।
আচমন করি’ প্রভু চলিলা সত্বর॥
মহাপ্রভু যখন বুঝিতে পারিলেন যে, পাপ-পরায়ণ ‘সন্ন্যাসী’-নামধারী কপট ব্যক্তি মদ্য পান করাইবার প্রসঙ্গ উত্থাপিত করিতেছে এবং সেইরূপ পাপবৃত্তি সমর্থন করিতেছে, তখন ভগবানের স্মরণপূর্বক আহার পরিত্যাগ ও “অমৃতাপিধানমসি স্বাহা” বলিয়া গণ্ডুষ করিয়াই উভয়েই গঙ্গায় ঝাঁপ দিলেন।