‘আনন্দ আনিব’–ন্যাসী বলে বার-বার।নিত্যানন্দ বলে,—“তবে লড় সে আমার॥”
দারী সন্ন্যাসীর পুনঃ পুনঃ মদ্য পান করাইবার পিপাসা দেখিয়া শ্ৰীমন্নিত্যানন্দ প্রভু নিজেদের প্রস্থানের কথা জানাইলেন।