মহাপ্রভুর অদ্বৈত-প্রতি ভক্তি-প্রদর্শনে আচার্যের দুঃখ এবং প্রভুর তাদৃশ-ভাবাপনোদনের সঙ্কল্প—
বাহ্য হৈলে বিশ্বম্ভর সর্ব-বৈষ্ণবেরে।
মহাভক্তি করেন, বিশেষ অদ্বৈতেরে॥
মহাপ্রভু সর্বক্ষণ কৃষ্ণের প্রীতি-সম্পাদনে উন্মত্ত ভাব প্রদর্শন করিতেন এবং বহির্মুখ ভোগজগতে তাঁহার দৃষ্টি পতিত নহে, এরূপ লীলাভিনয় করিতেন ।যে মুহূর্তে তাঁহার বহির্জগতে আপেক্ষিক দৃষ্টি আকৃষ্ট হইত, তখনই তিনি সকল বিষ্ণুভক্তের সেবাকার্যে ব্যস্ত হইতেন এবং শ্রীঅদ্বৈতাচার্যকে গৌরব বুদ্ধিতে ‘সেবালীলা প্রদর্শন করিতেন; কিন্তু তাহাতে অদ্বৈত প্রভু সন্তুষ্ট হইতেন না ।শ্রীচৈতন্য-দাস্যই তাঁহার একমাত্র ব্রত ছিল ।সুতরাং প্রভুর গুরুবুদ্ধি নিজ ভাগ্যের বিড়ম্বনা মাত্র জানিতেন।