আমি না জানিল ভাল, মন্দ হয় কায়।
দুগ্ধের ছাওয়াল আজি আমারে শিখায়॥”
আমি অভিজ্ঞ, বয়ষ্ক, সংসার-রঙ্গে প্রমত্ত, সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণ করিয়া যাবতীয় তীর্থের বিচক্ষণ ব্যক্তিগণের পরামর্শ পাইয়াছি, কিন্তু এই ব্রাহ্মণ-বালক আমার অভিজ্ঞতা স্বীকার না করিয়া —নিজের দুগ্ধপোষ্য-শিশুত্ব বুঝিতে না পারিয়া আমাকে শিখাইতে আসিয়াছে ।আমি আমার হিতাহিত বিবেক সম্পূর্ণরূপে অবগত আছি।