“হেন বুঝি এই বা সন্ন্যাসী বুদ্ধি দিয়া।
লই’ যায় ব্রাহ্মণকুমার ভুলাইয়া॥”
মহাপ্রভুর কৃষ্ণভক্তির সর্বোত্তমতা ও পরম প্রয়োজনীয়তা শুনিয়া দারী সন্ন্যাসী উহার আদর করিতে না পারিয়া মহাপ্রভুকে বিকৃত-মস্তিষ্ক বালক মাত্র জ্ঞান করিলেন এবং শ্রীনিত্যানন্দ-প্রভুকে সন্ন্যাসীর বেষে মহাপ্রভুর সহিত উপস্থিত দেখিয়া দারী ।সন্ন্যাসী মনে করিল যে, নিত্যানন্দ প্রভুই ঐ ব্রাহ্মণ কুমারের (মহাপ্রভুর) বুদ্ধি-বিপর্যয় সাধন করাইয়া প্রতারিত করিয়াছেন।