পরনিন্দক পাপমতির চৈতন্যবাক্য-হৃদয়ঙ্গমে অসামর্থ্য-হেতু ভক্তির অনাদর—
যে কহে চৈতন্যচন্দ্র, সেই সত্য হয়।
পরনিন্দে পাপী-জীব তাহা নাহি লয়॥
পরনিন্দাকারী পাপি-সম্প্রদায় শ্রীচৈতন্যচন্দ্রের বাস্তবসত্য-পূর্ণ বাক্য বুঝিতে না পারিয়া চিরদিন পাপমতি থাকে এবং কৃষ্ণভক্তির আদর করে না।