ভাল-মন্দ বিচারিয়া বুঝহ গোসাঞি।কৃষ্ণভক্তি-ব্যতিরিক্ত আর বর নাই॥”
মহাপ্রভু দারী-সন্ন্যাসীকে ভালমন্দের বিচারকল বলিলেন এবং তদ্দ্বারা প্রমাণ করিলেন যে, কৃষ্ণসেবা ব্যতীত অন্য কোন বর সেরূপ সম্পূর্ণ ফল প্রদান করিতে সমর্থ হয় না।