বেদেও বুঝায় ‘স্বর্গ', বলে জনা জনা।
মূর্খ-প্রতি কেবল সে বেদের করুণা॥
কর্মফল দ্বারাই ধনাদি-প্রাপ্তি ঘটে, সৎকর্ম-প্রভাবে স্বর্গ-সুখাদির কথাও শুনা যায় এবং লুব্ধ ভোগী অনভিজ্ঞ মানবগণের প্রতি কৃপা-প্রদর্শন-জন্য বৈদিক অনুশাসনাদি তাহাদিগের তত্তৎ প্রকৃতি অপসারিত করিবার উদ্দেশে কথিত হয় ।পরোক্ষবাদো বেদোঽয়’—(ভাঃ ১১/৩/ ৪৪)“লোকে ব্যবায়ামিষ” (ভাঃ ১১/৫/১১) প্রভৃতি শ্লোক এতৎপ্রসঙ্গে আলোচ্য ।মায়িক ব্যাপারের প্রভু হইবার জন্য ভগবদ্বিমুখগণের বড়ই আনন্দ হয় ।এজন্য বেদশাস্ত্র তাহাদিগের রুচির অনুকুলে তাহাদিগকে নানাপ্রকারে উৎসাহিত করেন ।প্রকৃত প্রস্তাবে বেদের বক্তব্য বিষয় তাদৃশ নহে।