জ্বরের লাগিয়া কেহ কামনা না করে।
তবে কেন জ্বর আসি’ পীড়য়ে শরীরে॥
যদি আশীর্বাদ কামনা করিলেই ফল-লাভ ঘটিত, তাহা হইলে অপ্রার্থিত জুর জীব-শরীরে কেন আসিয়া উপস্থিত হয়? প্রার্থনা না করিয়াও যখন স্বতঃপ্রণোদিত হইয়া বস্তুর প্রাপ্তি ঘটে এবং প্রার্থনা করিয়াও যখন পাওয়া যায় না, তখন বাসনার নিরর্থকতাই উপলব্ধ হয়।