ধন-বংশ-নিমিত্ত সংসার কাম্য করে।বল তার ধন-বংশ তবে কেনে মরে?॥
যদি ধন, পুত্র প্রভৃতির উদ্দেশ্যে সাংসারিক কামনা করিতে মানবদিগের স্বাভাবিক রুচি দেখা যায়, তাহা হইলে তাহারা কামনা করিয়াও কোন ধন-পুত্র-বিবর্জিত হয় ?।