“শুন শুন সন্ন্যাসী-গোসাঞি, যে খাইব।
নিজ কর্মে যে আছে, সে আপনে মিলিব॥
দারী সন্ন্যাসীর ‘ধন-প্রাপ্তির আশীর্বাদ ব্যতীত তুমি কি খাইয়া বাঁচিবে’—এই কথার উত্তরে মহাপ্রভু বলিলেন, জীব নিজ কর্মফলে তাহার অপ্রার্থিত খাদ্য লাভ করিবার সুযোগ পাইবে; ভোজ্য দ্রব্য আপনা হইতেই আসিবে ।যেরূপ সদ্যোজাত শিশু নিজ চেষ্টা ব্যতীত মাতৃস্তন্য পেয়রূপে লাভ করে।