গৌরসুন্দরের ভক্তি ব্যতীত সকল বস্তুর অপ্রয়োজনীয়তা শিক্ষা প্রদান—
ব্যপদেশে মহাপ্রভু সবারে শিখায়।
ভক্তি বিনা কেহ যেন কিছুই না চায়॥
শ্ৰীমন্মহাপ্রভু স্বীয় লীলায় ভক্তির প্রয়োজনীয়তা এবং ভক্তি ব্যতীত অপর সকল কার্যের অপ্রয়োজনীয়তা বুঝাইয়া দিয়া ‘জগতে কাহারও কোন বাসনা করা কর্তব্য নহে’,—এইরূপ শিক্ষা দিলেন ।শিক্ষা-ছলে ভোগময়ী বাসনা পরিহার করিবার শিক্ষা অন্তর্নিহিত রহিল।