হাসে প্রভু, সন্ন্যাসীর বচন শুনিয়া।শ্রীহস্ত দিলেন নিজ কপালে তুলিয়া॥
দারী সন্ন্যাসীর এইরূপ মূঢ়জনোচিত বিচার শ্রবণ করিয়া গৌরসুন্দর ‘হায় হায়’ বলিয়া কপালে করাঘাত করিলেন।