পৃথিবীতে জন্মিয়া যে না কৈল বিলাস।
উত্তম কামিনী যার না রহিল পাশ॥
এই সংসারে আগমন করিয়া যে ব্যক্তি স্ত্রীসঙ্গ না করিল, তাহার জীবন ধারণে কোন লাভ নাই ।যে ব্যক্তি নরজীবন পাইয়া ধন সংগ্রহ করিল না, তাহারই বা জীবনে প্রয়োজন কি? আমি ‘কনক কামিনী লাভ ঘটুক’,—এই আশীর্বাদ করিলাম, তুমি তাহা গ্রহণ করিতে লজ্জা বোধ করিতেছ, ইহা বড়ই আশ্চর্যের কথা ।জগতে অর্থব্যতীত এক পা’ও চলিবার উপায় নাই ।বিষ্ণুভক্তিবিশিষ্ট হইলেই বা কি প্রকারে উদর ভরণ হইবে, বুঝা যায় না।