Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 50

Language: বাংলা
Language: English Translation
  • মহাপ্রভুর বিষ্ণুভক্তি-আশীর্বাদের শ্রেষ্ঠত্ব জ্ঞাপন—

    বিষ্ণুভক্তি আশীর্বাদঅক্ষয় অব্যয়
    যে বলিলা গোসাঞি
    , তোমার যোগ্য নয়

    ধন, পুত্র, মনোরমা ভার্যা এবং জড়বিদ্যা প্রভৃতি সকলই নশ্বর; বিষ্ণু—নিত্য, বৈষ্ণব—নিত্য,  বৈষ্ণবের বিষ্ণুভক্তি —নিত্য, আর বিষ্ণুসেবার আশীর্বাদ—বিনাশ ও ব্যয়রহিত ।লোকে তোমাকে ‘গুরু’ ‘গোসাঁই’ প্রভৃতি বলিয়া থাকে; যদি তুমি তাহাই হও, তাহা হইলেও তোমার এই লৌকিক নশ্বর আশীর্বাদ-দান কখনই উপযুক্ত হইতে পারে না।

Page execution time: 0.0384171009064 sec