নিরবধি ভাবাবেশে কারো নাহি বাহ্য।সংকীর্তন বিনা আর নাহি কোন কার্য॥
ভগবদ্ভক্তগণ কৃষ্ণসেবোম্মুখতায় আবিষ্ট বলিয়া বহিঃপ্রজ্ঞাচালিত হইয়া জড় জগতের প্রতি দৃষ্টি প্রদান করিতে পারেন না ।পরন্তু তাঁহারা সর্বক্ষণ কুষের নাম-রূপ-গুণ-লীলা-গানে প্রমত্ত থাকেন।