প্রভুর গমনপথে ললিতপুর গ্রামে দারী সন্ন্যাসীর বাস—
মধ্যপথে গঙ্গার সমীপে এক গ্রাম।
মুল্লুকের কাছে সে ‘ললিতপুর’ নাম॥
মল্লুক বা মুলুক (পারসী মিলিক), উহা অম্বিকার সামিল, গঙ্গার পূর্বপারে অবস্থিত ।পিয়ারীগঞ্জ প্রভৃতি গঙ্গার পশ্চিমদিকে অবস্থিত ।ললিতপুর গ্রাম শান্তিপুরের নিকটবর্তী অর্থাৎ গঙ্গার পূর্বপারে, শ্রীমায়াপুর হইতে শান্তিপুর যাইবার মধ্যপথে ।গঙ্গার পূর্বপারে হাটডাঙ্গার পরবর্তী গ্রাম।