ভাগবতগণের কৃষ্ণসেবোন্মুখতায় আবেশ-বশতঃ বহিঃপ্রতীতির অভাব—
প্রভুর আনন্দে পূর্ণ ভাগবতগণ।
কৃষ্ণপরিপূর্ণ দেখে সকল ভুবন॥
শ্রীমহাপ্রভু ভগবৎসেবোম্মুখ ভক্তগণের পূর্ণ আনন্দের আকর ভূমি ।জগতের ত্রিবিধ দুঃখ বদ্ধজীবের অনুভূতির বিষয় ।কিন্তু মুক্ত ভাগবতগণ কৃষ্ণানন্দে পরিপূর্ণ থাকিয়া জাগতিক কোন দুঃখ অনুভব করেন না ।যেখানে আনন্দের বিষয় নশ্বর এবং জীবের চেষ্টা অপূর্ণ, সেখানে কৃষ্ণানন্দপূর্ণতার অভাব আছে ।সর্বত্র কৃষ্ণানন্দ-দর্শনই জীবের পূর্ণানন্দময়ী প্রতীতি।