দুই চন্দ্র দেখি’ সবে করেন বিচার।“কভু স্বর্গে নাহি দুই চন্দ্র অধিকার॥
স্বর্গে একটী মাত্র চন্দ্র আছে, সমকালে দুইটী চন্দ্রের প্রকাশ নাই ।সুতরাং স্বর্গ অপেক্ষা পৃথিবীই উন্নত স্বর্গ।