চন্দ্রের সঙ্গে প্রভুদ্বয়ের তুলনা এবং সেবাপ্রবৃত্তির-অনুপাতে সকলের প্রভুদর্শন-ভাগ্য—
দুই চন্দ্র যেন দুই চলি আইসে যায়।
নতি-অনুরূপ সবে দরশন পায়॥
দুই চন্দ্র-শ্রীগৌরচন্দ্র ও শ্রীনিত্যানন্দচন্দ্র ।আইসে যায়—যাতায়াত করেন ।
নতি-অনুরূপ—যাঁহার যে প্রকার সেবা-প্রবৃত্তি, সেই প্রকার বিভিন্ন দর্শনে গৌর-নিতাইকে দর্শন করেন অর্থাৎ ভক্তির অনুপাত অনুসারে গৌরসুন্দরকে দর্শন করেন ।পাঠান্তরে—মতি-অনুরূপ।